টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভাঙলো মাটির বাড়ি ইন্দাসে

27th August 2020 7:43 pm বাঁকুড়া
টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভাঙলো মাটির বাড়ি ইন্দাসে


তৌসিফ আহমেদ ( ইন্দাস ) :  টানা বৃষ্টিতে ভেঙে পড়ল আস্ত বাড়ি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দশরথবাটি গ্রামে ।যদিও এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘরের যাবতীয় জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। কৃষ্ণ চন্দ্র মেদ্যা স্ত্রী ও ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকতেন। এখন বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। বাড়ির মালিক কৃষ্ণ চন্দ্র মেদ্যা বলেন, স্ত্রী ও ছেলেকে নিয়ে কোনো রকম প্রাণে বেঁচে গেছি। এই মূহুর্তে থাকার কোনো জায়গা নেই। সরকারি সাহায্য পেলে খুবই উপকৃত হবো। এই ঘটনার খবর পেয়ে বাঁকুড়া হিতৈষীর কর্মীরা পাশে দাঁড়িয়েছেন এবং পাঁচ দিনের খাদ্য সামগ্রী পাঠিয়েছেন।  তার পাশে এসে দাঁড়িয়েছেন ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক শেখ হামিদ । শেখ হামিদ বলেন, আমরা এই পরিবারের পাশে আছি এবং পরবর্তীতে যাতে সম্পূর্ণ ক্ষতিপূরণ পায় সেই ব্যবস্থা করছি।
 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।